কলকাতার গার্ডেনরিচে পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়িতে আগুন, আতঙ্কিত এলাকাবাসী

কলকাতা: দাউদাউ করে জ্বলছে গার্ডেনরিচে কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়ি। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নেভানো সম্ভব হয়নি, তবে আপাতত কিছুটা নিয়ন্ত্রণে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার সকালে তিনি চায়ের দোকানে বসেছিলেন। কলকাতা পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়ি থেকে ধোঁয়া বেরতে থাকে। তা দেখেই সন্দেহ হয়। সেই সময় চায়ের দোকানে উপস্থিত অন্যান্যদের বিষয়টি জানানও তিনি। তবে তাতে কেউই পাত্তা দেননি। পরিত্যক্ত বাড়ির সামনে জড়ো হয়ে থাকা আবর্জনায় আগুন লাগানো হয়েছে বলেই দাবি করেন স্থানীয়রা। তবে মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

    এরপর পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। তবে প্রথমে সেনা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন।