জামাইষষ্ঠীর বাজারে অগ্নিমূল্য বাজার, পকেটে টান মধ্যবিত্তর

নিজস্ব সংবাদদাতা :আজ জামাই ষষ্ঠী, বাঙালি রসনা তৃপ্তি করার সেরা দিন। আবহাওয়া অফিস থেকেও মিলেছে সুসংবাদ। তবে বাজারে যেভাবে ফল মাছ সবজির দাম বেড়েছে, মধ্যবিত্ত বাঙালিদের মাথায় হাত। শাশুড়িরা এই বিশেষ দিনে জামাইদের ভালো-মন্দ রান্না করে খাওয়াতে বিশেষ পছন্দ করে থাকেন। তবে বাজারে যেভাবে মূল্যবৃদ্ধি বেড়েছে, কপালের বলিরেখা গুলো ফুটে উঠছে। ইলিশ মাছের দাম ১৬০০ টাকার কাছাকাছি, চিংড়ি মাছ হাজার টাকা ছাড়িয়েছে। কাতল মাছ কেজি প্রতি ৪০০ টাকা। অপরদিকে সবজির বাজারে যেন আগুন, ঢেঁড়স পটল ,বেগুন সহ প্রায় সব শাক সবজির দাম বেড়েছে। অপরদিকে আম,কাঁঠাল, সহ বিভিন্ন ফলের দাম ও ক্রমশ উর্দ্ধমুখী।