|
---|
নিজস্ব সংবাদদাতা; মুর্শিদাবাদ জেলার ডোমকলে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। বোমা উদ্ধারের পর এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। শুক্রবার রাতে ডোমকল থানার পুলিশ কাটাকোপরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আব্দুল রওয়ব মন্ডল। বাড়ি ডোমকল থানার অন্তর্গত ঘোরা মারা এলাকায়। মুর্শিদাবাদ পুলিশ জেলা সুত্রে জানা গিয়েছে, ধৃত আব্দুল রওয়ব হেফাজত থেকে দেশী ১টি আগ্নেয়াস্ত্র এবং ২টি গুলি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। কি কারণে এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
ধৃত কে পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়ে শনিবার বহরমপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুধু আগ্নেয়াস্ত্র উদ্ধার নয়। এর আগে বোমা উদ্ধার করা হয়েছে ডোমকলে। গত ৬ই অগাস্ট, ডোমকল থানার অন্তর্গত বাবলাবোন মাঠ এলাকার শিয়ালমারি নদীর ধার থেকে ২২টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। ৬ই আগস্ট ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে এই ২২টি সকেট তাজা বোমা উদ্ধার করে।অন্যদিকে, মুর্শিদাবাদ জেলাতে সম্প্রতি একাধিক জায়গায় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। কান্দি থানার পুলিশ গত ২৬শে অগাস্ট রাতে অভিযান চালিয়ে মাদারহাটি গ্রাম থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তির কাছে পাওয়া যায় লং রেঞ্জের একটি পাইপ গান এবং সঙ্গে ২১ টি কার্তুজ। এই বিপুল পরিমাণ কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র মজুত রাখার ঘটনায় কান্দি থানার পুলিশ রবিউল আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
পাশাপাশি, গত ৫ই সেপ্টেম্বর মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার অন্তর্গত কাজিপাড়া জল ট্যাঙ্ক মোড়ে থেকে এলাকায় অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে আটক করে এবং তার হেফাজত থেকে ১টি আগ্নেয়াস্ত্র এবং ৪টি গুলি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম হাফিজুল সেখ।তবে ফের ডোমকলে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত কে পুলিশি হেফাজতে নিয়ে আগামী দিনে তদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।