|
---|
নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ডহারবার: মধ্যরাতে ডায়মন্ড হারবার স্টেশনে লাগল আগুন, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌছায় দমকলের ১ টি ইঞ্জিন। মিনিট ২০ এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর।
প্রথমে রাতের অন্ধকারে ডায়মন্ড হারবার রেলস্টেশনের টিকিট বুকিং কাউন্টারের সামনে ভয়াবহ আগুন। আগুন লাগতে দেখে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন কর্তব্যরত রেলকর্মী ও রেল পুলিশ। স্থানীয় টোটো চালকরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু আগুন ভয়াবহ আকার নিয়ে থাকায় খবর দেওয়া হয় দমকল। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে। জানা গিয়েছে এদিন রাত সাড়ে বারোটা নাগাদ রেলস্টেশনের টিকিট কাউন্টার লাগোয়া একটি অস্থায়ী আবর্জনা ফেলার জায়গায় প্রথমে আগুন লাগে। প্লাস্টিক ও টায়ারের মত বহু দাহ্যবস্তু পড়ে থাকায় নিমেষের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। আগুন দেখতে পেয়েই স্টেশন কর্তব্যরত রেলকর্মী ও রেল পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। স্থানীয় কয়েকজন টোটো চালকরাও চলে আসেন। সবাই মিলে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় দমকলে।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে আনে। স্টেশনের টিকিট বুকিং কাউন্টারের চারিদিকে ছোট ছোট বেশকিছু দোকান রয়েছে। দমকলের তৎপরতায় বড়বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলল। তবে ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।