|
---|
নতুন গতি ডেস্ক : খড়দহ বিধানসভা উপনির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে ঈশ্বরীপুর ও পানশিলায় দুটি নির্বাচনি জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বিজেপিকে তীব্র সমালোচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক জনাব ফিরহাদ হাকিম ববি। পাশাপাশি ববি হাকিম বলেন, উন্নয়নের যে ধারা পুরো রাজ্য জুড়ে চলছে তা আগামী দিনগুলোতে পুরো দেশ জুড়ে পরিচালিত হবে। শোভনদেব চট্টোপাধ্যায়ের বিপুল জয় নিয়ে দল বিন্দুমাত্র চিন্তিত নয় বলে ববি হাকিম জানায়। একই সঙ্গে উপস্থিত দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, খড়দহে’র মানুষ দেশের সেরা বিধায়ক নির্বাচিত করবে। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনে দেশ চালাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুপ্রেরণায় জোগাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
১০৯ খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত জনগণের কাছে ভোটটা ঋণ হিসাবে দেওয়ার আহ্বান করার পাশাপাশি পরবর্তী সময়ে ঋণ পরিশোধ করার কথা জানান।
খড়দহে তৃণমূল কংগ্রেসের জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যুব সভানেত্রী সায়নী ঘোষ, বিধায়ক তথা দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক, যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, চিপ ইলেকশন এজেন্ট সুভাষ চক্রবর্তী, অশোক নগরের বিধায়ক নারায়ন গোস্বামী, মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, স্বর্গীয় কাজল সিনহার সহধর্মিণী নন্দিতা সিনহা, ভাই তাপস সিনহা, ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস, ব্লক সভাপতি শুকুর আলী পুরকাইত, সায়নদেব চট্টোপাধ্যায়, কোঅর্ডিনেটর নওসাদ আলম, প্রধান নুরনেহার বিবি, উপপ্রধান রউফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।