|
---|
নিজস্ব সংবাদদাতা, ধুলিয়ান: মুর্শিদাবাদের সুতি থানার ডি.এন.সি কলেজ মাঠ প্রাঙ্গনে প্রথম অরঙ্গাবাদ বই মেলা ও পুষ্প প্রদর্শনী ২০২১, আয়োজনে পথের দাবি ও সহযোগিতায় ডি.এন.সি কলেজ আলুমনি অ্যাসোসিয়েশন। বই মেলা ও পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে ১৪ ফেব্রুয়ারি থেকে চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২১। সময় রোজ বৈকাল ৩টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত।
এই বই মেলা একটি মহৎ কাজ, করোনার কারণে অনেক মানুষ বই থেকে বিমুখ হয়েগিয়েছে তাই পথের দাবি আয়োজনে এই উদ্যেগ। এই বই মেলা ও পুষ্প প্রদর্শনীতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা উৎসাহ আগ্রহ-উদ্দীপনা এবং মানুষের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর এর কৃষক বন্ধু প্রকল্প দেখা যায়।
বিভিন্ন ধরনের বই স্টল রয়েছে,বাংলাদেশ এর লেখকের বই থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই দেখা যায়। এই বই মেলা ও পুষ্প প্রদর্শনী উপলক্ষে ডি.এন.সি কলেজ মাঠ প্রাঙ্গনে একধারে বিভিন্ন ধরনের সতেজ ফুল দেখতে পাওয়া যায়। তাছাড়া প্রথমদিন উদ্বোধন উপলক্ষে মঞ্চে সাহিত্য কবিদের সম্মাননা দেওয়া হয়। তাছাড়াও অনেক গান, কবিতা, এবং নাটক পরিবেশন করা হয়।