|
---|
কলকাতা: পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের উদ্যোগে উন্নয়ন পর্ষদ পৌর ও নগর উন্নয়ন দপ্তরের প্রথম রাজ্য সম্মেলন রবীন্দ্র তীর্থ নিউটাউনে অনুষ্ঠিত হলো। উদ্বোধক রাজ্য INTTUC সভাপতি এবং ফেডারেশনের চেয়ারম্যান মাননীয় শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য উপদেষ্টা রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, ফেডারেশনের সভাপতি সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস চ্যাটার্জি, সাধারণ সম্পাদক আশীষ দে, সাংগঠনিক সম্পাদক বিশ্বময় ঘোষ এবং সনৎ চক্রবর্তী, মুখপাত্র আশিস চ্যাটার্জি, রাজ্য উন্নয়ন পর্ষদের সাধারণ সম্পাদক কৌশিক ঘটক এবং রাজ্য উন্নয়ন পর্ষদের সম্পাদক রাজু ভৌমিক, সহ নেতৃবৃন্দ এবং সারা রাজ্যের কর্মীবৃন্দ।
এই কনভেনসনে পুরনাগরিকদের সুবিধা এবং অসুবিধা ছাড়াও তাদের ভবিষ্যত এবং তাদের আর্থিক দিককার কথা চিন্তা করা হয়।এই কনভেনসনে বক্তব্য রাখলেন কলকাতার সব হেভিওয়েট নেতৃত্বের সাথে সাথে শিলিগুড়ির বিশ্বময় ঘোষ ব।যিনি বর্তমানে রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়নের রাজ্য সেক্রেটারি।এদিন তিনি সৌগত রায় এবং ঋতব্রত বন্দোপাধ্যায়ের সাথে বক্তব্য রাখেন।