|
---|
নিজস্ব সংবাদদাতা : শুক্রবার দিন তুষারপাত সিকিমে, এদিন সকালে সিকিমের লাচুং এ তুষারপাতের ঘটনা ঘটে। দার্জিলিংয়ের সন্দাকফুতে প্রচন্ড ঠান্ডা পড়লেও এখনো তুষারপাতের ঘটনা ঘটেনি। এদিক থেকে এগিয়ে থাকলো সিকিম, সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সময়ের আগে তুষারপাততের ঘটনা ঘটেছে। প্রচুর পর্যটক রয়েছেন সিকিমে সবাই শীতের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছেন। তবে অনেক পর্যটক ভাবতেই পারিনি তারা তুষারপাতের দৃশ্য দেখতে পারবেন। বৃহস্পতিবার রাত থেকে ওই এলাকার তাপমাত্রার পতন ঘটতে থাকে, ইঙ্গিত পাওয়া যায় তুষারপাতের। শুক্রবার সকালে চোখ মেলতেই চারিদিক সাদা হয়ে আছে। এই অপূর্ব দৃশ্য দেখে অনেকেই আনন্দে আত্মাহারা হয়ে যান। বেশ কিছু পর্যটকরা জানিয়েছেন তারা ভাবতেও পারেননি সিকিমে এসে এরকম নৈসর্গের দৃশ্য দেখতে পারবেন।সিকিমে তুষারপাতের খবর পৌঁছে গেছে দার্জিলিং এ, এখন শৈল রানী অপেক্ষা করছে তুষারপাতের জন্য।