|
---|
নিজস্ব সংবাদদাতা :দক্ষিণবঙ্গে যখন তাপমাত্রা তাপমাত্রা ক্রমশ বাড়ছে, গরমে হাঁসফাঁস অবস্থা। একেবারে বিপরীত চিত্র সিকিম সহ উত্তরবঙ্গে। সূত্রে খবর মিলেছে উত্তর সিকিমে ভারী তুষারপাত হয়েছে। বিস্তীর্ণ এলাকা বরফের ভারী চাদরে ঢাকা পড়েছে। সেই কারণে বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। সিকিম প্রশাসনের তরফ থেকে গাড়ি চালকদের বিশেষ সতর্ক করা হয়েছে। এবার মরশুমের প্রথম তুষারপাত হলো সান্দাকফুতে, দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাতের ঘটনা ঘটেছে। বর্তমানে প্রচুর পর্যটক দার্জিলিং এ রয়েছেন, তারা বরফ দেখতে দার্জিলিং হয়ে সান্দাকফুতে পাড়ি দিয়েছেন। তুষারপাত এর ঘটনায় বেজায় খুশি পর্যটকরা, প্রচুর পর্যটক পাহাড়ে ভিড় জমাচ্ছেন। পাহাড়ে পর্যটকদের ভিড় হওয়াতে খুশি পর্যটন ব্যবসায়ীরা।