ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ প্রথম মহিলা সম্মেলন

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার : অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজ ২৯শে সেপ্টেম্বর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রথম মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় লক্ষীকান্তপুর স্টেশন মোড়ে শহীদ বেদীতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। তার পর ওখান থেকে শতাধিক মহিলার সুসজ্জিত একটি মিছিল বিজয়গঞ্জ বাজার পরিক্রম করে,তারপর অধিবেশন শুরু হয়।

    উদ্যোক্তাদের দাবীসমূহ ছিলো, বিলকিস বানুর কেসে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১জন আসামীদের আমৃত্যু কারাদণ্ড দিতে হবে
    ক্রমবর্ধমান নারী নির্যাতন, খুন, ধর্ষণ, নারী ও শিশু পাচার অবিলম্বে বন্ধ করতে হবে, ‘দুয়ারে মদ’ প্রকল্প সহ সমস্ত প্রকার মাদকদ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অশ্লীলতা বিজ্ঞাপন বন্ধ করা সমকাজে সমমজুরি অস্বাভাব মূল্যবৃদ্ধি ও সীমাহীন দুর্নীতি রোধ করা সহ আরো অনেক। এই দাবিগুলোর ভিত্তিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুলেখা খামারুকে সভাপতি এবং মনোরমা হালদারকে সেক্রেটারি এবং ১৪ জনকে জেলা কমিটি ও ৩১ জনকে কাউন্সিলর করে শক্তিশালী একটি কমিটি গঠিত করা হয়।এছাড়াও এই সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সভানেত্রী কমরেড সুজাতা ব্যানার্জি,রাজ্য সম্পাদিকা কমরেড কল্পনা দত্ত ও রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মাধবী প্রামাণিক সহ প্রায় দুই শতাধিক মহিলা প্রতিনিধিরা।