সাহায্যের আশায় দিন কাটছে রতুয়ার একই পরিবারের, ৫জন দৃষ্টিহীন প্রতিবন্ধী

রতুয়া, মালদা: ভোট আসলেই নানা জনপ্রতিনিধির কাছে কতইনা প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু ভোট আসছে ভোট গেছে ,প্রতিশ্রুতি ছাড়া পাননি কিছুই,পরিবারের প্রত্যেকের রয়েছে প্রতিবন্ধক প্রমাণপত্র,চেহারায় অভাবের ছাপ স্পষ্ট অথচ পরিবারের অভিযোগ মাসের শেষে রেশনের চাল ছাড়া এখন অব্দি পাচ্ছেন না কোন প্রকার সরকারী ও বেসরকারী সাহায্য মালদা জেলার রতুয়া ২নংব্লকের সম্বলপুর অঞ্চলে ইসলামপুর গ্রামের বাবলুর পরিবারের ৫জন দৃষ্টিহীন,তারপর এতটা অসহায় যে ভিক্ষা করে চলছে জীবন যাপন,গ্রামে ঘুরে ঘুরে কারো কাছে হাত না পাতলে জোটেনা এক মুঠো খাবার,কোনরকম সরকারি সাহায্য না পেয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করেই চলছে এই পরিবারের জীবন যাপন এই অভাবের সংসারে

    পূর্বপুরুষের রেখে যাওয়া জমির উপরে ঘরেই কোন মত কাটছে কষ্টের জীবন ,পরিবারের অভিযোগ ,নানা জনপ্রতিনিধির কাছে দরবার হলেও আশ্বাশের বানি ছাড়া মেলেনি কোন কিছু। তবে আরকত অসহায় ও প্রতিবন্ধিতা হলে মিলবে সরকারী সাহায্য অভিযোগ তুলে ও অশ্রু জলে ,সরকারি সাহায্যের আশায় দিন গুজরান করছেন এই পরিবারের সকলেই।

    তবে এই বিষয়ে মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কোবির (বাজনা) কে ধরা হলে তিনি জানান আমার,ওই পরিবারের ব্যাপারে জানা ছিল না আমি আপনাদের মাধ্যমে সেই খবরটা পেয়েছি দ্রুতই ওই পরিবারটি পাশে দাঁড়াবো