পাঁচ দিন কেটে গেলেও বন দপ্তরের পাতা খাঁচায় বাঘ বন্দি হল না

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : বাঘবন্দি-লুকোচুরি খেলা বেশ জমেছে কুলতলিতে। বেশ কয়েকদিন ধরে চলছে সুন্দরবনের কুলতলিতে। বাঘে মানুষে লুকোচুরিতে ব্যতিব্যস্ত কুলতলির বেশ কয়েক টি অঞ্চলের মানুষ জন। অতি উৎসাহে দুই ব্যক্তি গুরুতর অসুস্থ। এই মুহুর্তে এলাকায় ১৪৪ জারি করা হয়েছে। অপর দিকে বছরের শেষে এই মুহুর্তে বিভিন্ন প্রান্তে আনন্দে মাতছেন কচিকাচা থেকে পূর্ণবয়স্করা। বনদপ্তরের কয়েকশ কর্মীদের ঘুম নেই এই মুহুর্তে। খাঁচা বন্দি হলেই বনবিবির বাহন স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু সুন্দরবনের গভীর অরণ্যো থেকে আসা, রয়েল বেঙ্গল টাইগারকে খুঁজতে খুঁজতে নাজেহাল বন দপ্তরের কর্মীদের সাথে এলাকাবাসী। প্রায় এক হপ্তা হতে চলেছে। গোপালগঞ্জ এলাকা থেকে বাঘ পিয়ালী পিয়ালী থেকে ডোঙ্গাজোড়ায়। দক্ষিণ চব্বিশ পরগনা র বনদপ্তর এর আধিকারিক মৃণাল কান্তি মন্ডল তিনি জানান সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শীঘ্রই বাঘ খাঁচায় ধরা দেবে।