আরো পাঁচটি তুষার চিতার জন্ম পদ্মাজা নাইডু জিওলজিক্যাল পার্কে

নিজস্ব সংবাদদাতা :দার্জিলিংয়ের পদ্মাজা নাইডু জিওলজিকাল পার্কের পশুদের কৃত্রিম প্রজনন এর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রয়েছে। যা পশ্চিমবঙ্গ কিংবা ভারতের মধ্যে শুধু নয় গোটা এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। সম্প্রতি এখানে পাঁচটি তুষার চিতার জন্ম হয়েছে। সংশ্লিষ্ট পার্কের তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে পাঁচটি শাবক সুস্থ রয়েছে। সিসিটিভির মাধ্যমে তাদের উপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। তাদের সঠিকভাবে খেয়াল রাখবার জন্য দুজন চিকিৎসক দেখভালের দায়িত্বে রয়েছেন। এই নিয়ে এখানে তুষার চিতার সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪।