মুর্শিদাবাদের সামশেরগঞ্জে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলো ৫ জন পড়ুয়া

নতুন গতি ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদঃ মর্মান্তিক! স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল পাঁচ পড়ুয়া। বেশ কিছুক্ষণের চেষ্টার পরে উদ্ধার করা হয়েছে তিনজনকে। এখনও দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজে চলছে উদ্ধারকাজ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

     

    ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে পাঁচ পড়ুয়া স্নান করার জন্য যায় লোহারপুর ঘাটে। তাদের নাম ইয়াসিন মোমিন (৭), রওশন শেখ (৮), সাকিবুল ইসলাম (৮), খাতিজা সুলতানা (৯) ও কায়েমা খাতুন (১৭)। কায়েমা ছাড়া বাকি সবার বয়স ১০ বছরের নীচে। সেই সময় বিশেষ কেউ ঘাটে ছিল না। স্নান সেরে উঠে কায়েমা দেখে বাকি চারজন স্রোতের টানে তলিয়ে যাচ্ছে। তাদের বাঁচাতে ঝাঁপ মারে কায়েমা। কিন্তু সে নিজেও স্রোতের টানে তলিয়ে যায় বলে খবর।

    সূত্রের খবর, দূর থেকে পাঁচজনকে তলিয়ে যেতে দেখেন কয়েক জন। তাঁরাই ছুটে আসেন। খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানায়। খবর যায় পড়ুয়াদের বাড়িতেও। সবাই সেখানে ছুটে আসেন। এলাকায় ভিড় জমে যায়। সঙ্গে সঙ্গে সেখানে আসে পুলিশও। খবর দেওয়া হয় ডুবুরিদের।

     

    পুলিশ জানিয়েছে, সরকারি ডুবুরি ও স্থানীয় মাঝিদের সাহায্যে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদের নাম ইয়াসিন মোমিন (৭), রওশন শেখ (৮) ও কায়েমা খাতুন (১৭)। উদ্ধার করা হলেও অতিরিক্ত জল খেয়ে নেওয়ায় তাদের শরীর বেশ খানিকটা খারাপ বলেই জানা গিয়েছে। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। অর্থাৎ সাকিবুল ইসলাম (৮) ও খাতিজা সুলতানা (৯) এখনও নিখোঁজ।