|
---|
নতুন গতি প্রতিবেদক : গত এপ্রিলে বারুইপুর থানার বেতবেরিয়া রেল স্টেশন লাগোয়া একটি গৃহস্থ বাড়িতে গভীর রাতে ডাকাতি হয়। খোয়া যায় সঞ্চিত টাকাপয়সা ও সোনার গয়না। ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে বারুইপুর থানার পুলিশ। অপরাধীদের ধরার জন্যে বারুইপুর পুলিশ জেলার বিশেষ টিমের সাথে একসাথে পাতা হয় জাল।
গতকাল সারা রাত ধরেই ছিল সেই জাল টানার পালা। সমস্ত রাত ধরে এলাকার বিভিন্ন জায়গায় গোপনে হানা দিয়ে পাঁচজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জেরায় দোষ স্বীকার করেছে তাঁরা। পুলিশ রিমান্ডে নিয়ে লুট করা জিনিসের উদ্ধারের প্রচেষ্টা করা হবে।
জেলার আশেপাশের থানাগুলিতে ইতিমধ্যেই এই গ্রেফতারের খবর পাঠানো হয়েছে। অন্যান্য ডাকাতি কেসেও এদের হাত থাকতে পারে বলে অনুমান।