ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনার কবলে পড়া পাঁচ যুবক রাজনগরে ফিরে এল

 

     

     

    খান আরশাদ, বীরভূম:
    ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে রেল দুর্ঘটনার কবলে পড়া রাজনগরের ৫ যুবক বাড়ি ফিরে জানালেন ভয়াবহ অভিজ্ঞতার কথা।
    মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বই গামী হাওড়া-সিটিএমটি এক্সপ্রেসের ১৮ টি কামরা লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী জখম হওয়ার পাশাপাশি যাত্রীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই রেল দুর্ঘটনার খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। এই মুম্বই গামী এক্সপ্রেসে অন্যান্যদের পাশাপাশি বীরভূমের রাজনগরের পাঁচ যুবকও এই দুর্ঘটনার কবলে পড়েন। রাজনগর ব্লকের বড়বাজার তেঁতুলতলা গ্রামের চার যুবক এবং আড়ালি গ্রামের এক যুবক একই সঙ্গে এই ট্রেনে করে নাগপুর যাচ্ছিলেন। রাজনগরের বড়বাজারের তেঁতুলতলা গ্রামের সেখ রাজু, সেখ সোহেল, সেখ সিয়ারুল, সেখ এজাজুল এবং আড়ালি গ্রামের সেখ লাল মহম্মদ ওরফে লাল্টু, এই পাঁচ জনে ওই ট্রেনের একটি বগিতে ছিলেন। নাগপুরে তারা একটি কোম্পানিতে কাজ করেন। সেখানে কোম্পানির কাজে তারা যোগ দিতে এই ট্রেনে যাত্রী হয়েছিলেন। মঙ্গলবার ভোররাত্রে তারা ট্রেন দুর্ঘটনার কবলে পড়েন। এক আধটু আঘাত লাগলেও প্রাণে বাঁচেন ওই পাঁচ যুবক। ঘটনাস্থলে নিজেদের টাকা পয়সা খুইয়ে বহু কষ্টে সেখান থেকে বুধবার দুপুরে বাড়ি ফিরলেন তাঁরা। ফিরে এসে তারা নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন। ওই যুবকদের আতঙ্কিত পরিবারের লোকজনও স্বস্তির নিঃশ্বাস ফেললেন নিজেদের বাড়ির ছেলে বাড়ীতে ফিরে আসায়।