তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রাজারহাট বাজারে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন

নতুন গতি ডেস্ক: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার পিছনে যার অবদান জননেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। শাখা সংগঠন হিসেবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। রাজ্যের প্রতিটি ব্লকে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ছাত্র পরিষদের সংহতির পতাকা উত্তোলিত হয় দলীয় নেতৃত্বের উপস্থিতিতে।
২৮ শে আগষ্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিউটাউন রাজারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজারহাট বাজারে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি শ্রী প্রবীর কর, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়,ছিলেন বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনাব কাজী আব্দুল রহিম, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট শিক্ষক নেতা জনাব এ কে এম ফারহাদ সাহেব, বিধাননগর পৌর নিগমের ৪ নং ওয়ার্ড কোঅর্ডিনেটর সাহানাওয়াজ হোসেন মন্ডল ডাম্পি, রক্তিম কর, তরণী নস্কর,মনোজ ঘোষ, শুভজিৎ, রনিতা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।