|
---|
নিজস্ব সংবাদদাতা: মায়ের কথাতেই দেশপ্রেম জাতীয় পতাকাকে সম্মান জানাতে শেখা! এক মায়ের কাছেই শেখা অন্য মাকে সম্মান জানানো। একসময় নিজে একা এই যাত্রা শুরু করেছিল, এখন তার সঙ্গে কয়েক হাজার মানুষ। ২০১৬ সালে ফ্ল্যাগম্যান একটি সংগঠন তৈরি করে তার নাম দেন, ‘মায়ের প্রেরণা’। পতাকা নিয়ে মানুষের উৎসব শেষ হলে মনু অর্থাৎ ফ্ল্যাগম্যানের উৎসব বা কর্মসূচি অর্থাৎ পথে নালা নর্দমায় পড়ে থাকা পতাকা কুড়নোর কাজ শুরু হয় ১৫ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে। ফ্ল্যাগম্যান ও তাঁর সংগঠনের কর্মসূচি।
১৯৪৭ সালের ১৫ অগাস্ট প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে আমাদের দেশ তথা ভারত বর্ষ স্বাধীনতা লাভ করে। ১৯৪৭ সালের পর থেকে স্বাধীন গণতান্ত্রিক ভারতবর্ষে প্রতি বছর ১৫ অগাস্ট দেশজুড়ে পালিত হয় স্বাধীনতা দিবস। এবার বছর ভোর উৎসব, ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হল। প্রধানমন্ত্রী বার্তা দেন ‘হর ঘর তেরাঙ্গা’ সেই মতো দেখা যায় হাওড়া জেলার গ্রাম শহর প্রায় সর্বত্রই এ বছর স্বাধীনতা দিবস দেশবাসীর কাছে আরও উৎসব উন্মাদনার। প্রতি বছর এই বিশেষ দিনে, যেমন জাতীয় পতাকা উত্তোলন হয় সেই সঙ্গে পতাকা উত্তোলন প্রাঙ্গণ বিভিন্ন সাজে সাজানো হয় রঙ্গলি তেরঙায় রাঙিয়ে দেওয়া হয় পতাকা উত্তোলন স্থল। এর পাশাপশি প্রতীকি পতাকা এবং ছোট বড় পতাকা দিয়ে সাজিয়ে তুলতেও দেখা যায় বিভিন্ন স্থান।
একাধারে ১৫ অগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপনে দেশবাসীর মধ্যে ভারতমাতাকে অর্থাৎ দেশের প্রতি সম্মান শ্রদ্ধা জানানোর ছবি ফুটে ওঠে। তবে সেই মুহূর্ত পার হলে, কয়েক ঘণ্টা পেরিয়ে বা রাত পোহালেই দেশের জাতীয় পতাকা জরে থাকে মাটিতে, শুরু হয়মায়ের অবমাননা ! বলছেন হাওড়া বালির ফ্ল্যাগম্যান ‘মনু’। এই ফ্ল্যাগম্যান একজন সাধারন মানুষ তার মা তাকে এই নাম দেননি। তার কর্মের দ্বারা দেশবাসীর কাছে হাওড়া বালির প্রিয়রঞ্জন ওরফে মনু পরিচিতি পেয়েছে ফ্ল্যাগম্যান নামে।
শৈশবে মা আভা দেবীর কাছে দেশ ভক্তি অর্থাৎ দেশ মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান জানানোর অনুপ্রেরণা। মনু জানায় মা বারবার বলতেন, তার এই মায়ের মতই ভারত মাতা আরও একজন মা। মাকে যেভাবে সম্মান জানানো প্রয়োজন দেশ মাতাকেও সেই ভাবেই সম্মান জানাতে হয়। সেই মন্ত্রই পাথেয় করে এগিয়ে চলা ভারত মায়ের সম্মান রক্ষার্থে ঝাঁপিয়ে পড়েছিল। সে সময়ের শিশু আজকের ফ্ল্যাগম্যান, মনু। যখন ১৫ অগাস্ট দেশজুড়ে উৎসব চলছে। তখন ফ্ল্যাগম্যানের বাড়িতে প্রস্তুতি চলছে, স্বাধীনতা দিবস উদযাপনের রেশ একটু ক্ষীণ হলেই বেরিয়ে পড়তে হবে।রাস্তাঘাট নালা নর্দমা পথপান্তরে পড়ে থাকা জাতীয় পতাকা কুড়োতে।
দেশ অর্থাৎ ভারত মাতাকে ভক্তি রেখে এই কাজ, কয়েক বছর আগে শুরুতে বহু মানুষ মোটেই ভালোভাবে নেননি! তাকে শুনতে হয়েছিল কাগজ কুড়ানি , হাবা, বোবা, উন্মাদ আরো কত কি! তবে একান্তে তার মা সাহস যুগিয়েছেন। মা বলতেন, এই কাজ করে সামনের দিকে এগিয়ে চলো অন্য কিছু ভেবোনা। তোমার এই কাজ এক সময় ইতিহাস গড়বে! লোকের কথায় মন খারাপ হতো তবে, ব্যথিত হৃদয় নিয়ে, এগিয়ে চলেছে। তার বেশি মন খারাপ বা কষ্ট হতো, যখন কেউ তাকে হাবা বা বোবা বলত। আবার নিমিষেই সে ব্যথা যন্ত্রণা ঝেড়ে ফেলত মনু! কারণ মায়ের মন্ত্রকে শিরোধার্য করেছিল সে।