|
---|
নিজস্ব সংবাদদাতা: সরকারি আইন আছে খাদ্য ভেজাল দিলে জেল জরিমানা 2 হতে পারে অথচ অ্যাকশনের ব্যবসায়ী আছে যারা মুনাফা লাভের আশায় বিভিন্নভাবে খাদ্যে ভেজাল মিশিয়ে থাকে আবার অনেক সময় আমরা না জেনে নিজেরাই খাদ্য দূষণ ঘটিয়ে থাকি খাদ্যে নিরাপত্তা ও ভেজাল মিশালে আমরা যারা উপভোক্তা নিজেরাই অনেক পরীক্ষা করে ভেজাল ধরতে পারি সেই বিষয়েই আজ উপভোক্তা বিষয়ক ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার বাঁকুড়া আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পুরা জেলা শাসকের অফিস কার্যালয় মায়ের রুটি কনফারেন্স হবে একটি সেমিনার কাম ওয়ার্কশপ আয়োজন করা হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিল ফোর সেফটি অফিসার সাউলী বৈদ্, কেতা সুরক্ষা দপ্তরের বাঁকুড়া আঞ্চলিক কার্যালয়ের সহ অধিকর্তা সৌরভ চক্রবর্তী সহ প্রশাসনের একাধিক ব্যক্তিত্ব।
কর্মশালার শেষে বাঁকুড়া জেলা, আন্ত স্কুল কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বাঁকুড়া জেলার ১৯ টি বিদ্যালয় অংশগ্রহণ করেন। ক্রেতা সুরক্ষা দপ্তরের বাঁকুড়া জেলার আঞ্চলিক কার্যালয়ের সহ অধিকর্তা সৌরভ চক্রবর্তী বলেন এই ধরনের সেমিনার ছাড়াও জেলা জুড়ে সারা বছর বিভিন্ন সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানুষ জিরে থেকে হিরে যায় কিনতে যাক না বিভিন্নভাবে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী দ্বারা ঠকে যান ।আমাদের দপ্তর সারা বছর ধরে সেমিনার, কুইজ , আয়োজন করে থাকে। বিভিন্ন হাটে বাজারে বাসস্ট্যান্ডে ম্যাজিক শো, কথা বলা পুতুলের মাধ্যমে সচেতনতার প্রচার অভিযান করে। জনা যায় বর্তমানে জেলা ক্রেতা আদালতে উপভোক্তাদের বিনে পয়সায় উকিল দিয়ে সাহায্য করা হয়।