বিশ্ব পরিবেশ দিবসে কাঁথিতে ইয়াশ ঝড়ে দূর্গত ছাত্র ছাত্রীদের বই খাতা ও খাদ্য সামগ্রী বিতরণ করল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি

কাঁথি: আজ বিশ্ব পরিবেশ দিবসে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (STEA) পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে কাঁথির শৌলাতে ইয়াশ ঝড়ে দূর্গত ছাত্র ছাত্রীদের বই খাতা ও কলম ,খাদ্য সামগ্রী বিতরণ করল। সম্প্রতি ঝড় ও জলোচ্ছ্বাসে জেলার সমুদ্র ও নদীতীরবর্তী এলাকার ঘরবাড়ি ক্ষেত খামার থেকে ছাত্রদের বই খাতা শিক্ষা সামগ্রী নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে এস টি ই এ-র পক্ষ থেকে কাঁথির শৌলা এলাকার দূর্গতদের ছাত্র ছাত্রীদের হাতে বই খাতা, শুকনো খাবার, বিস্কুট , মাস্ক, সাবান, ব্লিচিং ইত্যাদি তুলে দেওয়া হয়।

    কর্মসূচিতে উপস্থিত এস টি ই এ-র কাঁথি মহাকুমা সভাপতি মাননীয় সুব্রত বেরা, কাঁথি জোনের সম্পাদক শিব শংকর মল্লিক, কাঁথি মহকুমা সহ-সম্পাদক বাপ্পাদিত্য নায়ক, মারিশদা জোনের সম্পাদক বিজয়কৃষ্ণ বেজ,কাঁথি জোনের সহ-সম্পাদক ঝন্টু মন্ডল, শিক্ষিকা শ্রাবণী পাহাড়ি প্রমূখ। এছাড়া শিক্ষাবার্তার প্রাক্তন সম্পাদক মাননীয় দিলীপ কুমার মাইতি এবং পূর্ব মেদিনীপুর জেলা কমিটির প্রাক্তন সভাপতি মাননীয় মনীষীরঞ্জন গিরি মহাশয়।
    এস টি ই এ শিক্ষার বিভিন্ন দাবিতে আন্দোলনের সাথে সাথে সামাজিক নানান কাজে যুক্ত থাকে। গত বছর লকডাউনে কাজ হারা ও আম্মানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ছিল। এবারে ইয়াস ঝড়ের পর পরই পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্ত নানান এলাকায় বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী বিতরণ, বিশেষ করে ছাত্রছাত্রীদের বই-খাতা দান কর্মসূচী তারা উল্লেখযোগ্যভাবে গ্রহণ করছে।