|
---|
মালদা, ২৫ মে: পবিত্র ঈদ উপলক্ষে রবিবার কালিয়াচক-২ ব্লকের বাংগিটোলা গ্রাম পঞ্চায়েতের কবিরাজটোলা, দুলালগঞ্জ ও জোয়ানন্তপুর গ্রামের ২৪৫ টি অসহায় পরিবারকে কিছু খাদ্যসামগ্রী বিতরণ করলো “মানবতা” নামে এক সমাজসেবী সংস্থা l
সংস্থার সম্পাদক শফিকুল ইসলাম জানান, লকডাউনের জেরে মানুষ সকলে গৃহবন্দি ফলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে যার কারণে তাদের পরিবারগুলো খাদ্য সঙ্কটে ভুকছে l তিনি বলেন আমরা লকডাউনের প্রায় শুরু থেকেই নিজের সাধ্যমতো এবং পরিচিত, বন্ধু বান্ধবদের আর্থিক সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ৫৫৭ টি অসহায় দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে পেরেছি l তিনি আরো জানান, এই কাজ আমরা আগামী দিনে চালিয়ে যাবো ইনশাআল্লাহ, আমরা অসহায় মানুষদের পাশে সবসময় থাকবো l
এদিন ২২৫ টি দুস্থ পরিবারকে আতব চাল, দুধ, চিনি আর সীমাই ইত্যাদি খাদ্যসামগ্রী প্রদান করা হয় l