সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি ও WB PEACE FOUNDATION এর পক্ষ থেকে ইয়াস কবলিত এলাকাতে ত্রাণসামগ্রী বিতরণ

নতুন গতি, ওয়েব ডেস্ক : সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি” এবং WB PEACE FOUNDATION এর পক্ষ থেকে ইয়াস কবলিত এলাকাতে ত্রাণসামগ্রী দেওয়ার পদক্ষেপ লাগাতার চলছে এবং চলবে বলে জানায় তারা । এদিন কুলপি ব্লকের অন্তর্গত টেংরা চক সহ কুলপি ইঁটভাটায় অসহায় ১০০টি পরিবারের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দিতে তারা সক্ষম হয়েছে। ইয়াশের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছু খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে,যার মধ্যে ছিলো-(চাল,ডাল, আলু, পেঁয়াজ,তেল,সোয়াবিন,সাবান,মুড়ি,বিস্কুট,নুন,চিড়ে,চিনি,মাস্ক ইত্যাদি)। সকল সমাজপ্রেমী মানুষকে পাশে থাকার বার্তা দিয়েছে “সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি”। এবং এই কাজ আমাদের সোসাইটির পক্ষ থেকে অবিরত চলছে বলে জানায় সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটর উদ্বগতা “শাহীন মণ্ডল। শাহীন মন্ডল ও মোহাম্মদ হেদায়তুল্লা আরো বলেন – বৃষ্টিকে উপেক্ষা করে আমরা এগিয়ে চলেছি সমাজের অসহায় মানুষের কথা ভেবে ,মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় আছেন ।

     

    আগামীতেও WB PEACE FOUNDATION ও সমজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে অনেক কিছু করার আশ্বাস দিয়েছেন। সোসাইটির সদস্যরা বিশেষ করে হেদায়তুল্লা, টুম্পা খাতুন,শোয়েব,আইনুল, সাজিদ-রা জানান যে আগামীতেও শাহিন মন্ডল ও নাফিসা বেগমের সাথে কাজ করবে তারা।

    “সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি” এর মূল উদ্যোক্তা শাহিন মন্ডল ও নাফিসা বেগম জানান যে আগামীতে তারাও হেদায়তুল্লা দের সাথে কাজ করবে,সমাজের অসহায় মানুষের জন্য,সবাইকে পাশে থাকার আর্জি জানিয়েছেন শাহিন মন্ডল ও নাফিসা বেগম,যারা দুজনেই আল আমিন মিশনের প্রাক্তনী।