ঈদ উপলক্ষে পথচারীদের উত্তর লক্ষ্মীপুরে কলেজ পড়ুয়াদের উদ্যোগে পথচারীদের সরবত , বিস্কুট ও পানীয় জল বিতরণ

নিজস্ব সংবাদদাতা ,মোথাবাড়ি: ‌ওঁরা সকলেই প্রায় কলেজ পড়ুয়া। প্রথম বর্ষের ছাত্র সকলে। নিজেদের জমানো টাকা অল্প অল্প করে দিয়ে পবিত্র ইদের দিনে পথ চলতি মানুষদের সরবত, বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা করলেন তাঁরা। তাঁদের মতো কলেজ পড়ুয়াদের এ কাজে নামতে দেখে, অনেকেই বাহবা দিয়েছেন। ওই পড়ুয়াদের দেখে অনুপ্রাণিত হয়ে সামনে অনেকেই এ কাজে আসতে পারে।ওঁরা আসিক আক্রাম, নুর হোসেন, কাউসার হক, সুমনা আকতার, আব্দুর রাকিব সহ সংখ্যায় ১৮-‌২০ জন। কালিয়াচক-‌২ ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তাঁরা। কারোর বাড়ি মিছুটোলা, তো কারোর বাড়ি খানপুর, পালু টোলায় , কারোর বাড়ি জোহর্দিটোলায়, তো কারোর বাড়ি সুকর্দিটোলায়।

    লক্ষ্য পথ চলতি মানুষদের সাহায্য করা। এই দাবদাহের দিনে কিছুটা স্বস্তির ছোঁয়া দেওয়া তাঁদের। এই ভাবনা থেকেই এদিন তাঁদের রাস্তায় নামা। উত্তর লক্ষ্মীপুর স্ট্যান্ডে রীতিমতো ক্যাম্প করে সকলে মিলে হাত বাড়িয়ে দেন। গ্লাসে গ্লাসে সরবত প্রস্তুত করা থেকে বিস্কুট দেওয়া, কাউকে শুধু পানীয় জল দেওয়া-‌কাজে নিজেদের রত রাখলেন তাঁরা। আশিক, সুমন সহ অন্যান্যরা বলেন,‘‌ইদের দিনে নমাজ পাঠের পর ক্লান্ত হয়ে পড়েন অনেকেই। এমনিতে তীব্র গরমের সময়। পাশাপাশি ইদের দিনে রাস্তায় প্রচুর মানুষের সমাগম ঘটে। পথ চলতি মানুষেরা গরমে তৃষ্ণার্ত হয়ে পড়েন। খুশির দিনে তাঁদের সমস্যা লাঘবের জন্য আমরা সামান্য সাহায্যের হাত বাড়িয়েছি মাত্র। আমাদের দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছে। তারাও পথ চলতি মানুষকে সাহায্য করবে বলে জানিয়েছে আমাদের।’