|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আসন্ন ঈদ উপলক্ষে মুর্শিদাবাদের বহরমপুর থানার নিয়াল্লিসপাড়া অঞ্চলের উপরডিহা বিলবাড়ি এলাকার যুবকদের প্রচেষ্টায় সমাজবন্ধু উদ্যোগে এলাকার প্রায় 100 টি জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে দুস্থ অসহায় গরীব পরিবারের হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী ।
সমাজবন্ধুর সভাপতি সুজাউদ্দিন শেখ জানান সমাজবন্ধু অসহায় মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ একটি সংস্থা। রক্তদান থেকে শুরু করে গত বছর লকডাউনে মানুষ যখন কর্ম হারা তখনও মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী, বারিদা হয়েছে সাহায্যের হাত। ঈদ উপলক্ষে আজকে প্রায় 100 টি পরিবার হাতে তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী।