খাদ্য ও পুষ্টি দিবস পালন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

নিজস্ব সংবাদদাতা: গর্ভবতী মহিলা ও শিশুদের সুস্থ থাকার জন্য ব্লক আধিকারিকের বিশেষ উদ্দ্যোগে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হচ্ছে খাদ্য ও পুষ্টি দিবস পালন। শুক্রবার সকালে ডায়মন্ড হারবার ১নং ব্লকের নেতড়া পঞ্চায়েত এলাকার হাজরাবন্দ গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মহিলা ও শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো খাদ্য ও পুষ্টি দিবস পালন।

    সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে গর্ভবতী মহিলা ও শিশুরা যাতে সুস্থ ভাবে বাঁচতে পারে এবং রোগমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে ডায়মন্ড হারবার ১ নং ব্লক আধিকারিক মিলনতীর্থ সামন্ত এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। ডায়মন্ড হারবার ব্লকের সমস্ত পঞ্চায়েত এলাকায় গর্ভবতী মহিলা ও শিশুদের সুস্থ রাখতে সপ্তাহ জুড়ে শুরু হলো খাদ্য ও পুষ্টি দিবস পালন। খাদ্য ও পুষ্টি দিবস পালনে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং সিনির যৌথ উদ্দ্যোগে খাদ্য ও পুষ্টি দিবস পালন হচ্ছে ডায়মন্ড হারবার প্রতিটি পঞ্চায়েত এলাকায়। ডায়মন্ড হারবার ১নং ব্লকের নেতড়া পঞ্চায়েতের হাজরাবন্দ এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠান শেষে ডায়মন্ড হারবার ১ নং ব্লক মেডিকেল অফিসার ডাক্তার আকবর হোসেন জানান, খাদ্য ও পুষ্টি দিবসের সচেতনতা শিবির হলো নেতড়া পঞ্চায়েত এলাকার ৯ টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেকে নিয়ে এই অনুষ্ঠানে ছিলেন এলাকার গর্ভবতী মায়েরা ও ছোট ছোট শিশুরা।

    শিশু স্বাস্থ্য ও শিশু পুষ্টি, গর্ভবতী মায়েদের পুষ্টি বয়স সন্ধি কালে সর্তকতা সেই সঙ্গে খাদ্য তালিকা এবং ঘরোয়া খাদ্য যে ক্যালোরি আছে তা নিয়ে আলোচনার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা শিশুসাথী প্রকল্পের সঠিক রূপায়ন ও আলোচনা করা হয়। এ বিষয়ে বিশেষ সহযোগিতা করেন ডায়মন্ড হারবার ১ নং ব্লক আধিকারিক মিলন তীর্থ সামন্ত। এদিন শিশুদের বিশেষ পুষ্টি খাদ্য বিতরণ করা হয় সেই সঙ্গে পুষ্টিকর খাদ্যের প্রদর্শন হয়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ১নং ব্লক মেডিকেল অফিসার ডাক্তার আকবর হোসেন , সিডিপিও সুপারভাইজার, সিনির প্রতিনিধি এবং অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা।