|
---|
নতুন গতি নিউজডেস্ক: লকডাউনের শুরু থেকেই তিনি অসহায় মানুষের পাশে থেকে আসছেন। আগামীতে যতদিন লকডাউন চলবে, ততদিন তিনি দু:স্থদের পাশে থাকবেন বলে জানিয়েছেন কালিয়াচক-২ ব্লকের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম। নিজের ব্লকের বাইরে গিয়েও ত্রাণ বিলি করে আসছেন। মানুষের অসহায়তার খবর যেখান থেকে আসছে, সেখানেই গিয়ে হাজির হচ্ছেন তিনি। এভাবেই খবর পেয়ে ত্রাণ নিয়ে পৌঁছে যান সুজাপুর বিধানসভা কেন্দ্রের গয়েস বাড়ি অঞ্চলের বাখরপুর ও গয়েশবাড়িতে। প্রায় ৩০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এরপর সফিকুল গিয়ে পৌঁছন কালিয়াচক-২ ব্লকের হামিদপুর চরে। চরবাসীদের সেখানে করুণ দশা। সেখানে বিনেমুল্যে বাজার বসান। প্রায় ৩০০ পরিবারের হাতে রকমারি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজার দিয়ে হাত ধোওয়ার পর বাজারে ঢোকার অনুমতি ছিল বলে জানিয়েছেন সফিকুল।