|
---|
নিজস্ব সংবাদদাতা:- বীরভূমের ভূমিপুত্র সেনা জোয়ান বীর শহীদ রাজেশ ওরাং এর স্মৃতিতে দুবরাজপুর রঞ্জন বাজার স্টেডিয়ামে দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় স্থানীয় আদিবাসী মিলন সংঘের উদ্যোগে।খেলায় মোট ১৬টি দল অংশগ্রহন করে এবং রবিবার চুড়ান্ত পর্যায়ের খেলায় নাকরাকোন্দা ফাল্গুনী একাদশ ,বাগসিনা ফুটবল দলকে ট্রাইবেকারের মাধ্যমে পরাজিত করে বিজয়ী হয়।
বিজয়ী দলের হাতে ট্রফি সহ নগদ বারো হাজার টাকা এবং বিজিত দলের হাতে ট্রফি সহ নয় হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়।
এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ,ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য ২০২০ সালের ৬ই জুন ভারত চীন সীমান্তে বীরভূমের মহম্মদ বাজার ব্লকের বেলগড়িয়া গ্রামের যুবক রাজেশ ওরাং শহীদ হন । আদিবাসী মিলন সংঘের পক্ষে বীরেন ওরাং জানান সেনা জোয়ান বীর শহীদ রাজেশ ওরাং এর প্রতি শ্রদ্ধা জানাতেই এই খেলার আয়োজন ।