|
---|
নিজস্ব সংবাদদাতা: বাঙালির প্রিয় খেলা ফুটবল , কিন্তু এখুন কার ফাইভজির জামানায় , যুবকেরা মোবাইলে বিভিন্ন সোশ্যাল সাইটে, নিজেকে ব্যস্ত রাখে, ফুটবল খেলা প্রিয় খেলা হলেও , এই খেলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যেন, তাই এলাকার মানুষকে বাঙালির প্রিয় খেলা ফুটবল খেলা আনন্দ উপভোগ করাতে কাপাসিয়া ফুটবল ময়দানে নকআউট ফুটবল টুর্নামেন্টে আয়োজন করল কাপাসিয়া আদিবাসী হাঙ্গামা ক্লাব।
এই উপলক্ষে দিন এলাকার কিছু দুস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
প্রথম দিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মালদা জেলা তৃণমূল কংগ্রেস এর সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী ছিলেন মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রফিকুল হুসেন ও মালদা জেলা তৃণমূল আদিবাসী সেলের সভাপতি চুনিয়া মুর্মু ও কাপাসিয়া আদিবাসী হাঙ্গামা ক্লাবের সকল সদস্য।