|
---|
আসমা খাতুন ,খন্ডঘোষ : সগড়ায় অ্যাথলেটিক ক্লাব আদিবাসী মহিলাদের ফুটবলে কোচিং দিয়ে সারা ফেলে দিয়েছে। ক্লাবের প্রাণপুরুষ প্রসূন মন্ডলের উদ্যোগে ১২ থেকে ২২ বছর পর্যন্ত আদিবাসী মহিলাদের নিয়ে ফুটবল টিম করে গোটা দেশে সুনামের সঙ্গে খেলে বেড়াচ্ছে । এই ক্লাবের তিনজন মহিলা ফুটবলার রাজ্য মহিলা দলে খেলে ফেলেছে।বর্তমানে মল্লিকা টুডু রাজ্য মহিলা অনুর্ধ ১৭ দলের প্রতিনিধিত্ব করছে।এই ক্লাব মানবতার তাগিদে মানুষের পাশে।নতুনের স্বাদ সবাই পাক ।এই বার্তা নিয়ে সগড়াই অ্যাথেলেটিক ক্লাবের উদ্যোগে এবং মা ব্রম্ভাময়ী রাইস মিলের সহযোগিতায় মা সারদা বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হল সগড়াই অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে। পাশাপাশি সগড়াই অ্যাথলেটিক ক্লাব পরিচালিত ‘মহিলা প্যারেড ব্যান্ড’ এর সূচনা করা হল। সূচনা করলেন খন্ডঘোষ থানার ওসি সুব্রত বেড়া। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ২০০ জন মহিলার হাতে নতুন শাড়ী তুলে দেওয়া হয়।এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন খন্ডঘোষ থানার ওসি সুব্রত বেড়া, সগড়াই রামকৃষ্ণ আশ্রম এর মহারাজ গৌরীশানন্দ পুরি,বিশিষ্ট সমাজসেবী মোল্লা সফিকুল ইসলাম,জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, রাধাকান্ত মন্ডল , স্বেচ্ছাসেবী সংগঠন সদিচ্ছা ফাউন্ডেশনের সভাপতি জাহির মন্ডল, মা ব্রম্ভাময়ী রাইস মিলের কর্নধার শুভেন্দু দানা, সমাজসেবী শান্তনু কোনার সহ অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন ।