|
---|
উজির আলী,চাঁচল,২৭ সেপ্টেম্বর: মালদহের চাঁচল-২ নং ব্লক চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, শুক্রবার ফুটবল ক্রীড়া আয়োজিত হয় চন্দ্রপাড়া ফুটবল মাঠে। এদিনের খেলায় অংশ গ্রহন নেন পুলিশ আধিকারিক সহ চাঁচল থানার বিশেষ পুলিশকর্মী গন।
এদিন ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকিমোড়-জালালপুর পুলিশ ক্যাম্প একাদশ বনাম চাঁচল থানার আই.সি দল একাদশ । এই খেলায় টাইব্রেকারে 0-1 গোলে চাঁচল থানা আই সি টিম কলকিমোড়-জালালপুর পুলিশ ক্যাম্প টিমকে পরাজিত করে।
এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয় হজরত বেলাল।
ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ডি পি ও সজল কান্তি বিশ্বাস, চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ আব্দুল হাই ও স্থানীয় ক্রীড়া প্রেমীগন।
বিজয়ী দলের চাঁচল থানার আই.সি টিমকে ট্রফি এ কাপ তুলে দেন পঞ্চায়েত প্রধান চম্পা সরকার। এদিন টুর্নামেন্ট চলাকালীন মাঠের চতুরপ্রান্ত থেকে খেলোয়াড়দের প্রতি দর্শকের উৎসাহ উদ্দীপনা ছিল নজড়কাড়া।
প্রতিযোগীতা শেষে আই.সি সুকুমার ঘোষ বলেন, বর্তমানে সমাজে এন্ডোয়েড ফোনের কারনে জাতীয় ক্রীড়া গ্রামে-শহরে বিলুপ্ত প্রায়। খেলাধুলা যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে।
তোমাদের যে কোন ক্রীড়া আয়োজনে আমাকে কাছে পাবে। তিনি এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা জাগ্রত রাখার জন্য সমাজের সকলের প্রতি আহ্বান জানান