|
---|
নতুন গতি নিউজ ডেস্ক মোথাবাড়ি: রবিবার বিকেলে কালিয়াচক-২ ব্লকের উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল প্রদর্শনীমূলক মহিলা ফুটবল টুর্নামেন্ট। এলাকায় এই ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন প্রথম। এই প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করে জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গা স্পোর্টস এন্ড কালচারাল কোচিং সেন্টার ও মালদা হরিশ্চন্দ্রপুর মহিলা ফুটবল একাডেমি। এই ক্রীড়ার উদ্যোগতা স্থানীয় দুই ক্লাব খানপুর বাদল স্মৃতি সংঘ এবং উত্তর লক্ষ্মীপুর ইউথ ক্লাব। প্রদর্শনী ফুটবল টুর্নামেন্টে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষনীয় খেলার রেফারি ছিলেন কল্লোল রায়।
চাম্পিয়ন হয় ঘুঘুডাঙ্গা স্পোর্টস এন্ড কালচারাল কোচিং সেন্টার রানার্স হয় হরিশ্চন্দ্রপুর। তাদের হাতে ট্রফি ও স্মারক উপহার তুলে দেন উদ্যোক্তারা। ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িক সাবিনা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকুর রহমান বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের কো চেয়ারম্যান তথা সমাজসেবী নজরুল ইসলাম, ক্রীড়া কর্মাধ্যক্ষ আব্দুল মজিদ, প্রধান শিক্ষক এনামুল হক, যুব নেতা জাকির হোসেন, ক্লাব সম্পাদক কাজী ইউসুফ, আজাদ আলি প্রমুখ।