দীর্ঘদিন ধরে চাল বাড়তি বন্ধ অঙ্গনওয়ারী কেন্দ্রের রান্না

পল মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ চাল বাড়ন্ত তাই দীর্ঘদিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি রান্না। বংশীহারি ব্লকের বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল না থাকার জন্য বন্ধ রয়েছে শিশুদের খিচুড়ি খাওয়ানোর। এদিন ব্লকের বাজে হরিপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চার ,পাঁচ দিন ধরে চালের অভাবে বন্ধ রয়েছে শিশুও গর্ভবতী মায়েদের খিচুড়ি খাওয়ানো। যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে গ্রামের সাধারণ মানুষের মধ্যে। গ্রামবাসীর অভিযোগ গ্রামের শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পুষ্টিকর খিচুড়ি খেয়ে থাকেন প্রতিদিন বর্তমানে তা বন্ধ থাকায় শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এসে ঘুরে যাচ্ছে সাথে গর্ভবতী মহিলারাও ঘুরছেন প্রতিদিন। এতে করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিজনিত সমস্যা হতে পারে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে বিষয়টি নিয়ে জানানো হলেও কর্মী জানিয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানানো আছে চাল আসলে খিচুড়ি খাওয়ানো হবে।

    বংশীহারি ব্লক শিশু বিকাশ আধিকারিক মেঘনাথ মিস্ত্রি বলেন ব্লকের কয়েকটি কেন্দ্রে চালের সমস্যা আছে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুরা গিয়ে ঘুরে আসবেনা তাদের জন্য শুকনো খাওয়ার ও ডিম সেদ্ধ কলা দেওয়া হচ্ছে।