|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল: ভারতের লাদাখ সিমান্তে ভারত ভুখন্ডে ঢুকে ভারতের ২০ জন জওয়ানকে হত্যা করার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিলের আয়োজন করে মালদহের চাঁচলের নেতাজি স্মৃতি ক্লাব এন্ড লাইব্রেরী।
এদিন হবিনগরের ক্লাব চত্বর হইতে জাতীয় পতাকা নিয়ে একটি মোমবাতি মিছিল শুরু করে ক্লাবের প্রায় ৫০ জন সদস্য বলে সূত্রের খবর। মিছিল গোটা চাঁচল শহর পরিক্রমা করে শেষে চাঁচল শহর কেন্দ্রস্থল নেতাজির মূর্তির সামনে চায়না প্রেসিডেন্ট জি্ জিনপিং এর প্রতি ক্ষুদ্ধ হন সদস্যরা। পরে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সদস্যরা বলে জানিয়েছেন নেতাজি ক্লাবের সিক্রেটারী মাফুজ আলম।