বহিরাগতদের বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে “অভিষেক বন্দ্যোপাধ্যায়

নতুন গতি, ওয়েব ডেস্ক : বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমির আনা। বহিরাগতদের নায়ক বসে রয়েছে মেদিনীপুরে । তিনি বাংলাকে বহিরাগত শক্তি দিল্লির হাতে বেচে দেবে ।তারা যদি সত্যিই সোনার বাংলা করবে তাহলে সোনার উত্ত প্রদেশ, সোনার মধ্যপ্রদেশ,সোনার ত্রিপুরা কেন হয়নি। এভাবেই মোহনপুর

    জনসভায় বিজেপির বিরুদ্ধে বিষোদগার করলেন তৃণমূল নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারাদেশের প্রতিবাদী আন্দোলনের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএমের মাধ্যমে জবাব দিয়ে বহিরাগতদের বিদায় করুন। মা বোনেরা জোট বাঁধুন। সেই সঙ্গে তিনি বলেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার গরিব মানুষের সরকার। গরিব মানুষদের বিনা পয়সায় চাল দেওয়ার ব্যবস্থা করেছেন। আর স্বাস্থ্য সাথীর মাধ্যমে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। যে বিজেপি নেতারা স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন। সেই বিজেপি নেতা দিলীপ ঘোষের পরিবারের লোকেরা স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছেন। শালবনি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে চন্দ্রকোনা রোডে সভায় তিনি বলেন, ” আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্-র ঝাড়গ্রামে সভা করতে যাওয়ার কথা ছিল। নাকি হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি তাই যান নি। রয়েছেন তো খড়্গপুরের হোটেলে । খড়্গপুর থেকে ঝাড়গ্রাম কত দূরে? গাড়িতে গেলেই তো পৌঁছে যেতেন। সেখানে লোক হয় নি তাই যান নি। গ্রামে জেসিবি দিয়ে মাটি কাটলে দাঁড়িয়ে এর থেকে বেশি লোক জড়ো হয়। চায়ের দোকানে আড্ডার সময় তার থেকে বেশি লোক থাকেন। বাংলার লোক বহিরাগতদের চাইছে না। বাংলা তার নিজের মেয়েকেই চায়।

     

    তিনি বলেন আপনি শ্রীকান্ত মাহাতো কে জেতাছেন না, আপনি জেতাচ্ছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে। শ্রীকান্ত মাহাতোকে ভোট দেওয়া মানে মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দেওয়া। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে করুন। অমিত শাহর সভায় লোক হচ্ছে না, শুভেন্দু অধিকারীর সভায় লোক হচ্ছে না, রাজিব ব্যানার্জি সভায় লোক হচ্ছেনা ,জেপি নাড্ডার মত মানুষকে ঝাড়গ্রামে সভা বাতিল করে চলে যেতে হচ্ছে। তাই বাংলার মানুষ আগাম জানান দিচ্ছে তৃতীয়বার নবান্নে ক্ষমতায় আসবে হাওয়াই চটি।

    এদিন তিনি দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম চন্দ্র প্রধানের সমর্থনে মোহনপুর ব্লক এর নীলদা এলাকায় বিশাল জনসমাবেশ করে। দাঁতন কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান ,তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র , তৃণমূল কংগ্রেসের মোহনপুর ব্লকের সভাপতি মানিক মাইতি ,দাঁতন ১ ব্লকের সভাপতি প্রতুল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এছাড়াও বিকেলে মেদিনীপুর বিধানসভার প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মেদিনীপুর শহরে গির্জা মোড় থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত বিশাল রোড শো করেন। শালবনী বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে চন্দ্রকোনা রোডে জনসমাবেশ করেন। এখানে শ্রীকান্ত মাহাতো ছাড়াও গড়বেতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরা ,তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব ঘোষও উপস্থিত ছিলেন।