মিলেনিয়াম সায়েন্স পার্ক থেকে বেআইনি ভাবে আটকে রাখা পশু-পাখি উদ্ধার করল বনদপ্তর

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : পৌরসভা পরিচালিত বিনোদন পার্ক অথচ সেখানে সরকারি অনুমোদন ছাড়াই অর্থাৎ বেআইনিভাবে আটকে রাখা হয়েছে পশু,পাখি, সাপ ইত্যাদি । এখবর জানতে পেরে পার্ক থেকে সেগুলি উদ্ধার করে নিয়ে গেল বনদপ্তর । শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণার অশোকনগর-কল্যাণগড় পৌরসভা পরিচালিত মিলেনিয়াম সায়েন্স পার্কে ।

    বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অশোকনগরের মিলিনিয়াম সায়েন্স পার্কে দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে ময়ূর, সাপ, বানর, টিয়া ইত্যাদি । গোপন সূত্রে এমনটাই জানতে পারে জেলা বনদপ্তর । জানার পরে বনদপ্তর চিঠি দেয় অশোকনগর-কল্যাণগড় পৌরসভাকে । বেআইনি ভাবে আটকে রাখা পশু-পাখি গুলিকে নিজেদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয় ওই চিঠিতে । বনদপ্তরের চিঠিতে সাড়া দিয়ে পার্কে আটকে রাখা পশু-পাখি গুলিকে তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় পৌরসভা ।

    সেই মত ফোনে যোগাযোগ করে আজ দুপুরে অশোকনগরের ওই পার্কে পৌঁছায় বনদপ্তর থেকে ১০ জনের একটি বিশেষ টিম । পার্ক থেকে একের পর এক পশু-পাখি ইত্যাদি উদ্ধার করে খাঁচাবন্দি করেন বনদফতরের কর্মীরা । জানা গিয়েছে, উদ্ধার করা পশুপাখি গুলিকে বিশেষ গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে বনগাঁ বিভূতিভূষণ অভয়ারণ্যে।

    উদ্ধারের পর বন দপ্তরের আধিকারিক ভাস্কর জ্যোতি সাংবাদিকদের জানান, পার্কে পশু-পাখি রাখার মত প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছিল না । তাই আমরা সেগুলি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছি । এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন অশোকনগর-কল্যাণগড় পৌরসভার মুখ্য প্রশাসক প্রবোধ সরকার । যদিও তিনি বেআইনি কথাটা স্বীকার করলেও ঘটনার দায় চাপিয়েছেন বিগত পৌরবোর্ডের উপরেই ।