ফরেস্ট ও হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের স্বাস্থ্য পরীক্ষা শিবির

সেখ সামসুদ্দিন,২২ সেপ্টেম্বরঃ বাঁকুড়া ফরেস্ট রেঞ্জ অফিস ও ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের সেক্রেটারি স্বপ্না বরাট, মেডিকেল টেকনোলজিস্ট সুখেন্দু বরাট, বিষেশজ্ঞ আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ডাঃ নির্মল চন্দ্র হাঁসদা, ডার্মাটোলজিস্ট ডাক্তার আর. আলী, নেতাজী আই হসপিটাল এর রাজশেখর চক্রবর্তী ও তাঁর টিম মেম্বার, লুপিন ল্যাবরেটরি ও তাদের টিম, বেলিয়াতোর ব্রেষ্ট রেঞ্জ অফিসের কর্মকর্তা মহিবুল ইসলাম, রনিতা দাস, বিশ্বজিৎ সিকদার, মহম্মদ নাসিম আখতার আনসারী, শ্রীমন্ত ঘোষ, সুশান্ত ঘোষ, সৌরভ ঘোষ, সীমা ঘোষ। নিরাপদ আবাস, চলাচল নিরাপত্তা, স্থলভাগের বৃহৎ প্রাণী তথা হাতি প্রাণীটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে বাঁকুড়া ফরেস্ট বিভাগ ও ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এন্ড নেচার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে এই মহতী মেডিকেল হেলথ ক্যাম্পে অনেক মানুষ স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও রক্ত পরীক্ষা করান।