|
---|
নিজস্ব প্রতিবেদকঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন-এর অন্তর্ভুক্ত সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স কর্মচারী অ্যাসোসিয়েশনের নারায়ণগড় ব্লক কমিটির সাধারণ সভায় অনুষ্ঠিত হলো নারায়ণগড়ে।
এদিন উপস্থিত তৃণমূল কংগ্রেসের নারায়নগড় ব্লক সভাপতি শ্রী মিহির চন্দ, সংখ্যালঘু সেলের সভাপতি, কাওসার আলী, কর্মচারী ফেডারেশনের জেলা কমিটির সদস্য, শ্রী সুধাংশু দাস, উক্ত সংগঠনের জেলা নেতৃত্ব শ্রী সুদীপ কুমার ভূঁইয়া সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
উপস্থিত নেতৃত্ব বৃন্দ আগামী দিনে সংগঠনকে মজবুত করার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, এবং সকলকে নিয়ে আগামী দিনে একসাথে চলার কথা বলেন।
আগামী দিনে সংগঠন পরিচালনার স্বার্থে 6 জনের একটি নারায়ণগড় ব্লক ইউনিট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের জেলা নেতৃত্ব ।