|
---|
কেশপুর: বৃহস্পতিবার দিনগত রাত ১১:৫৫মিনিটে ইন্তেকাল করলেন তবিলিগী জামাতের কেশপুর এলাকার প্রাক্তন আমির নুরুল হোদা সাহেব ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স হয়েছিল ৮২বছর। বৃহস্পতিবার এশার নামাজের পর ওনার শ্বাসকষ্ট ও ফুসফুস জনিত সমস্যার কারণে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করার সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…)।
নাম নুরুল হোদা হলেও এলাকায় আমির সাহেব হিসেবই পরিচিত ছিলেন। উনার বাড়ী কেশপুর থানার মুগবসান গ্রামে। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী, কন্যা ও পুত্রদের। শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আসেন তাবলীগী জামাতের সাথীসহ অসংখ্য গুণগ্রাহী ও এলাকাবাসী।
নুরুল হোদা পাঁচ দশক তাবলীগী জামাতের সঙ্গে যুক্ত থেকে এলাকায় তাবলীগী জামাতের প্রসার ঘটিয়েছেন। তাবলীগী জামাতের কাজে যুক্ত থাকার কারণে থানা ছাড়িয়ে বিভিন্ন জেলা জুড়ে সুপরিচিত ছিলেন। তাবলীগী জামাত প্রসারের কাজে উনার অবদান উল্লেখযোগ্য। এক মুফতি উনার স্মৃতি চারণা করতে গিয়ে বলেন, নুরুল হোদা সাহেব কনকনে শীতেও গভীর রাতে উঠে বাড়ি থেকে সাইকেল চালিয়ে মহেশপুর, মুড়াকাটা থেকে শুরু করে বিভিন্ন মসজিদে ফজরের নামাজ পড়তে যেতেন। তাবলীগী জামাত প্রসারে উনি ওনার জান মাল সব কিছুও ত্যাগ করেছেন। শেষ বয়সে বার্ধক্য জনিত সমস্যা এসে গেলেও উনার মনের জোর ছিল প্রচুর।
উনার জানাজা অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর ২:৩০মিনিটে। দূরদূরান্ত থেকে আলেম, উলেমা থেকে তাবলীগী জামাতের সাথী ও প্রচুর সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছিলেন।বেহেশত কামনায় জুম্মা নামাজে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া হয়েছে। উনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।