|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: নিজস্ব সংহবাদাতা, নতুন গতি: গতকাল ডোমকলে বসন্তপুর এডুকেশন সোসাইটির চেয়ারম্যান তথা প্রাক্তন আই.পি.এস. অফিসার নজরুল ইসলামকে নিজের অফিসে মারধর এবং হত্যা করার চেষ্টা করেন তৃণমূল কাউন্সিলর মাজিদুল সেখ ও তার কাকা ভাদু সেখ।
ভাদু সেখের নামে পূর্বে কলেজের কর্মচারিদের মারধরের অভিযোগে থানায় ডাইরি করা হয়েছিল।
যার ফলে সে জেলেও ছিল কিছুদিন। জামিনে মুক্তি পেয়ে নজরুল ইসলামের অফিসে ভাইপো মাজিদুল সেখকে নিয়ে মারধর ও হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন নজরুল ইসলাম। গ্রামের মানুষদের কথায় মাটিতে ফেলে লাথি পর্যন্ত মেরেছে। এই বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, অপরাধ যারা করে তাদের মধ্যে শাস্তির ভয় না থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ? এদিকে মাজিদুল সেখ কাল থেকেই বেপাত্তা। পুলিশ জানিয়েছে, অপরাধী শাস্তি পাবে। মাজিদুল সেখকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করা হবে।