মিলাদ-উন-নবি উদযাপন করতে দেওয়া হলো না জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহকে

নতুন গতি ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহকে প্রার্থনায় যেতে বাধা। প্রশাসনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগে সরব ন্যাশনাল কনফারেন্স (এনসি)।মিলাদ-উন-নবি উপলক্ষে হজরতবল মাজারে প্রার্থনা করতে যাচ্ছিলেন এনসি সুপ্রিমো ফারুখ আবদুল্লাহ। অভিযোগ তখনই তাঁকে যেতে বাধা দেওয়া হয়।

     

    এ প্রসঙ্গে এদিন টুইটারে এনসির তরফে লেখা হয়েছে, ”দলের সভাপতি ফারুক আবদুল্লার বাসভবন ব্লক করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন। দরগা হজরতবলে যেতে বাধা দেওয়া হয়েছে তাঁকে। প্রার্থনার এই মৌলিক অধিকার লঙ্ঘন করাকে আমরা নিন্দা জানাচ্ছি, বিশেষত, পবিত্র এই মিলাদ-উন-নবির দিন”।

     

    এই ঘটনাকে সমালোচনা করেছেন পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) সুপ্রিমো মেহবুবা মুফতিও।

     

    ট্যুইটারে তিনি লেখেন, বিশেষ দিনে ফারুখ সাহেবকে নামায পড়তে যেতে বাধা দেওয়া আসলে ভারত সরকারের গভীর বিড়াম্বনা এবং কাশ্মীরের প্রতি শক্ত মনোভাবের প্রকাশ। এইধরণের ঘটনা আমাদের অধিকারকে লঙ্ঘন করা এবং বিষয়টি অত্যন্ত নিন্দনীয়।

     

    উল্লেখ্য শুক্রবার সারা বিশ্বে মিলাদ-উন-নবি পালন করা হয়। করোনা আবহে চলতি বছর দিনটিতে তেমন কোনও জাঁকজমক নেই। তবে সবাই নিজের মতো উৎসবে মেতেছেন।