“সিকা” শোরুমের উদ্বোধন করলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, মালদা:  এই প্রথম কংক্রিটের নির্মাণ ব্যবস্থার সঙ্গে ব্যবহৃত রাসায়নিক উপকরণ “সিকা” শোরুমের উদ্বোধন হলো মালদায় । বৃহস্পতিবার রাতে মালদা শহরের গোলাপট্টি এলাকায় এই শোরুমের উদ্বোধন করেন ওই সংস্থার অল ইন্ডিয়া রিটেলস্ হেড মিলন কান্তি মন্ডল । উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী, তৃণমূলের জেলার যুব সভাপতি প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। বাড়ি তৈরীর ক্ষেত্রে নোনা ধরা, দেওয়াল অথবা ছাদ নষ্ট হওয়া এই ধরনের অভিযোগ এখন প্রায় সর্বত্রই দেখা যায় । সেই সমস্যার হাত থেকে মানুষকে রেহাই পাওয়াতে নির্মাণ কাজের ক্ষেত্রে এই রাসায়নিক উপকরণের ব্যবহার গুরুত্বপূর্ণ বলে ওই সংস্থার পক্ষ থেকে দাবি করে জানানো হয়েছে।

    এদিন শোরুম উদ্বোধনের পর “সিকা” সংস্থার অল ইন্ডিয়া রিটেল হেড মিলন কান্তি মন্ডল জানিয়েছেন, মধ্যবিত্ত থেকে বিভিন্ন স্তরের মানুষদের বাড়ি তৈরি করার পর দেওয়ালে নোনা ধরা,  ছাদ রসে যাওয়া এরকম নানান অভিযোগ দেখতে পাওয়া যায়। সিকা এমন একটি রাসায়নিক উপকরণ, যা নির্মাণ কাজের ক্ষেত্রে নির্দিষ্ট ভাবে ব্যবহার করলে যেকোনো নির্মাণকাজের টিকসই মজবুত থাকে। মালদায় এই প্রথম এই সংস্থার শোরুম উদ্বোধন করা হলো। কিভাবে মিস্ত্রি থেকে সাধারণ মানুষের এই রাসায়নিক উপকরণ নির্মাণ কাজের সময় ব্যবহার করবেন তা কেনার সময় সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে নির্মাণ সংস্থার সঙ্গে ব্যবহৃত এই উপকরণের দাম। অন্যদিকে এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এই প্রথম মালদায় বাড়ি তৈরির রাসায়নিক উপকরণ শোরুমের উদ্বোধন হলো। খুব ভালো লাগছে। সিকা এমন একটি রাসায়নিক উপকরণ, যা নির্মাণ কাজের ক্ষেত্রে নির্দিষ্ট ভাবে ব্যবহার করলে যেকোনো নির্মাণকাজের টিকসই মজবুত থাকে। পাশাপাশি দেওয়ালে নোনা ধরা,  ছাদ রসে যাওয়া ভয় থাকেনা।