|
---|
নিজস্ব সংবাদদাতা; হোটেল ফলোরা এন্ড ফ্যামিলি রেস্টুরেন্ট রঘুনাথগঞ্জ শহরের তালায় মোড় বসুমতী নার্সিং হোমের পার্শ্বে এই প্রথম সাধারণ মানুষের কথা ভেবে গড়ে উঠলো এক অন্যবেসে। রবিবার বেলা ১২ টা নাগাদ হোটেল উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিনি বলেন জঙ্গিপুর শহরে নতুন বেসে,নতুন সাজে,এই হোটেল গড়ে উঠেছে। যত বেশি এই ধরনের হোটেল গড়ে উঠবে ততই ভালো। এছাড়াও আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ থানার ভারপ্রাপ্ত আই সি পার্থ ঘোষ। ও অন্যান্য বিশিষ্ট ব্যাবসায়িক ও স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি গণ।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে হোটেল কর্ণধর আতিকুল ইসলাম বলেন আপনাদের সকল কে আমার হোটেলে জানায় সদর আমন্ত্রণ।