|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: বর্তমানে বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা অজিত কুমার পাল৷ তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক৷ পঃবঃ সরকার তাঁকে অতীতে পুলিশ পদক দিয়ে সম্মানিত করে৷ পেয়েছেন দক্ষ পুলিশ অফিসার তথা ইন্সপেক্টর রুপে শংসাপত্র৷ তাঁর জন্ম বীরভূম জেলার নানুর থানার কড়েয়া গ্রামে৷ জেলার বিভিন্ন থানায় ও অন্যত্র তাঁর কাজ করার বিশেষ অভিজ্ঞতা রয়েছে৷ অবসর পরবর্তী জীবন কাটাচ্ছেন লেখালেখি, সাংস্কৃতিক ও সাহিত্য চর্চায়৷ এতে খুশি তাঁর বন্ধু, শুভানুধ্যায়ী তথা সাহিত্য ও সংস্কৃতি প্রেমী মানুষজনেরা৷ অনেকে তাঁর দীর্ঘ সুস্থ জীবন কামনা করেন৷ তাঁর এই রুপ কাজ কর্মে অনুপ্রাণিতও হচ্ছেন অনেকে বিশেষ করে বর্তমান প্রজন্ম৷
অজিত বাবু কয়েকটি প্রশ্নের উত্তরে এই প্রতিবেদককে জানান তাঁর অতীত নানা অভিজ্ঞতার কথা৷ বিশেষ করে তিনি একদা বীরভূমের সাবেকি রাজধানী তথা জনপদ রাজনগরে ২ বার পুলিশ আধিকারিক অর্থাৎ ওসি রুপে ছিলেন৷ আজও যোগাযোগ অব্যাহত রয়েছে এলাকার বিশিষ্ট মানুষদের সঙ্গে৷ যাঁরা সেই সময় পুলিশ প্রশাসনের কাজে সহযোগিতা করেন উঠে আসে তাঁদের কথাও৷ তিনি বলেন, তাঁর সময়ে অতীতে মহরম মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গড়ে তোলা হয় রাজনগর থানা শান্তি কমিটি৷ যা আজও সক্রিয় রয়েছে৷ এখন অবশ্য এলাকার যে কোনো উৎসব, অনুষ্ঠান, পুজো বা পরব যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সেদিকে নজর রাখে এই কমিটি৷ সেই সময়ে তোলা কিছু গ্রুপ ফোটো তিনি নিজস্ব সংগ্রহে সংরক্ষিত অবস্থায় রেখেছিলেন৷ যা দেখে যে কেউ মুগ্ধ হতে পারে৷ ২০০৪ সালে পঃবঃ সরকার তাঁকে পুলিশ পদক দিয়ে সম্মাননা জ্ঞাপন করে৷ ২০০৬ এ অবসরের পর থেকে আজও তিনি সাহিত্য চর্চা, বেতার শ্রবণ, স্থানীয় লাইব্রেরি ও অন্যত্র।