সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি “জাস্টিস মার্কান্ডি কাটজু রমজান মাসের শেষ জুমার দিন বিশ্ববাসিকে রোজা রাখার আহবান করলেন

নতুন গতি, ওয়েব ডেস্ক : ভারতীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান জাস্টিস মার্কান্ডি কাটজু গতকাল বৃহস্পতিবার টুইট করে সারা বিশ্ববাসিকে রমজান মাসের শেষ জুমার দিন অর্থাৎ আজকে ৭ মে রোজা রাখার জন্য আহবান জানান।

    তিনি টুইট করে লেখেন আমি বিগত ২৫ বছর এটা করে থাকি, এটা মূলত আমরা মুসলিম ভাই বোনদের প্রতি সম্মান ও একতা। তিনি বিশ্বের সমস্ত অমুসলিমদের অনুরোধ করেন তারাও যেন এদিন রোজা রাখে, তিনি বলেন সম্ভবত সেহরি সময় 4.15 am, ও ইফতার 7 p.m, তিনি এবং অমুসলিমদের কে নির্দেশ দেন তাঁরা যেনো তাদের মুসলিম বন্ধুদের কাছ থেকে সময় জেনে নেই।

     

    ভারতে চলতে থাকা ধর্মের রাজনীতি ও পৃথিবব্যাপি চলতে থেকে ইসলাম বিদ্বেষের দিকে ইঙ্গিত করে তিনি বলেন – এই রোজা তাদের প্রতী প্রতারণা ও প্রত্যাখ্যান যারা আমাদের ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করতে এবং মুসলমানদেরকে ধর্মান্ধ, সন্ত্রাসবাদী এবং দেশবিরোধী হিসাবে ভূতিত করতে চায়।