বীরভূমের ফরওয়ার্ড ব্লক নেতা কিবরিয়ার মৃত্যু

খান আরশাদ, বীরভূম : বীরভূমে ফরওয়ার্ড ব্লক নেতা শেখ কিবরিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি রাজ্য ফরওরার্ড ব্লক যুব মোর্চা কমিটির সদস্য ছিলেন। 

    দলীয় সুত্রে জানা গেছে কিছু দিন আগে শেখ কিবরিয়া কর্মসুত্রে দিল্লি গিয়েছিলেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। সেখান থেকে তাঁর মৃতদেহ তাঁর নিজের বাড়ী মল্লারপুর থানার মেহেদীনগর গ্রামে আনা হয়। এরপর গ্রামেই তার জানাজার নামাজ অনুষ্টিত হয়। পরিবার পরিজনদের সাথে জানাজায় শামিল হয়েছিলেন তাঁর বহু শুভানুধ্যায়ীরা। বর্তমানে তাঁর স্ত্রী সহ এক পুত্র ও এক কন্যা বর্ত্তমান। তাঁর অকাল প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়ানেমে আসে। দলীয় কর্মীদের কাছে শেখ কিবরিয়া ‘তরুন তুর্কী’ নামে পরিচিত ছিলেন। দলের অভ্যন্তরে ও বাইরে ফরওয়ার্ড ব্লক সহ সকল বামপন্থী নেতা কর্মীদের সঙ্গেই শেখ কিবরিয়ার সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। তাঁর মৃত্যুতে ফরওয়ার্ড ব্লক সহ অন্যন্য বামপন্থী নেতা কর্মীরা শেখ কিবরিয়ার বাড়িতে গিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। ফরওয়ার্ড ব্লক নেতা রেবতীচরন ভট্টাচার্য, দীপক চ্যাটার্জী, সিপিআইএম নেতা রামচন্দ্র ডোম, অরুপ বাগ, বিজয় বাগদী সহ অন্যান্যরা শেখ কিবরিয়াকে শ্রদ্ধার্ঘ জানাতে তাঁর মেহেদীনগরের বাড়ীতে যান। সিপিআইএম বীরভূম জেলা কমিটির সদস্য তথা সারা ভারত কৃষক সংঘটনের জেলা সম্পাদক অরুপ বাগ জানান, বাম ঐক্য সংগঠনের ক্ষেত্রে শেখ কিবরিয়ার ভুমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রয়োজনে সিপিআইএম সহ সব বামপন্থীদের পাশেই দাঁড়িয়েছেন।
    ফরওয়ার্ড ব্লক জেলা কমিটির সম্পাদক দীপক চ্যাটার্জ্জী জানান শেখ কিবরিয়া ভালো কর্মী হওয়ার সাথে সাথে একজন ভালো মনের মানুষও ছিলেন। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল।