গোয়াল ঘরে বাঘের হানায় মৃত চার পশু

বাবলু হাসান লস্কর, গোসাবা: ফের সুন্দরবনের জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে ঢুকে পরল বাঘ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখন্ড গ্রামের ঘটনা। স্থানীয় গ্রামবাসী হাবুল দাসের গোয়াল ঘরে ঢুকে একটি গরু, তিনটি ছাগল মেরেছে বলে স্থানীয় সূত্রের খবর। গোয়াল ঘরের আশপাশে বাঘের পায়ের ছাপ স্পষ্ট। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে।  বনদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে । আশপাশে বাঘের পায়ের ছাপ স্পষ্ট। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা বলেন ইদানিং সুন্দরবন লাগোয়া এলাকায় বাঘের উপদ্রব বেড়েছে। সুন্দরবনের পীরখালির জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে পঞ্চমুখানি নদী সাঁতরে লোকালয়ে ঢুকেছে এমনি জানা যাচ্ছে।গত বছর মৈপিঠ কোষ্ঠাল থানার অম্বিকানগর ছয় নম্বর পাড়ার ভীম মন্ডলের গোয়ালে এক পূর্ণ বয়স্ক গরু মারে সুন্দরবন জঙ্গল থেকে আসা রয়েল বেঙ্গল টাইগার। এবছর কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী পর মেরিগঞ্জ সেখ পাড়া, গোসাবা লাহিড়িরপুর সহ তিনটি বাঘ খাঁচা বন্দি করল বনদপ্তর।

    এর আগে গোসাবায় বাঘের হানার একের পর এক ঘটনা ঘটেছে। এর জেরে ঘুম ছুটেছে মানুষের। দিন কয়েক আগে গোসাবার ঘটনা। স্থানীয় বাসিন্দারা দাবি করেছিলেন, রাতেই  সেখানে বাঘ ঢুকেছে। দিন কয়েক আগে কুলতলিতে বাঘ ঢুকেছিল। দিন ছয়েক পর সেটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়।
    এবার বাঘ ঢুকেছে সুন্দরবন কোস্টাল থানা এলাকার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি গ্রামে। রাতেই গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে বাঘ ঢুকেছে বলে দাবি স্থানীয়দের। বন দফতর সেদিন সকালে বন দফতরের কর্মীরা এলাকায় বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন। তারপর গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গল যেখানে বাঘ রয়েছে বলে মনে করা হচ্ছে, সেই এলাকা নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলেছিল সুন্দরবন কোস্টাল থানা এলাকা।