| |
|---|
নতুন গতি নিউজ ডেস্ক: রাজ কুন্দ্রা পর্নোগ্রাফিকাণ্ডে এবার নতুন মোড়। মঙ্গলবার, এই মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় চারজনকে – কাস্টিং দিরেক্টর নরেশ রামাবতার পাল, সেলিম সায়িদ, আব্দুল সায়িদ ও আমান বার্নওয়াল। এদের বিরুদ্ধে একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালীন এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে নির্যাতিতা এই অভিনেত্রীকে জোর করেই মাড আইল্যান্ডের একটি বাংলোয়ে নিয়ে এসেছিল নরেশ পাল ও বাকি তিন অভিযুক্ত। বেগতিক দেখে বেশ কিছুদিন বেপাত্তা ছিল নরেশ। অবশেষে সে মুম্বাই থেকেই ধরা পড়ে। তবে দেখার বিষয় এই ব্যাপারে আবার রাজ কুন্দ্রার নাম প্রকাশ্যে আসে কিনা।


