|
---|
শিলিগুড়ি: ফের শিলিগুড়ি থেকে উদ্ধার ১০ কোটি টাকা মুল্যের মাদক ব্রাউন সুগার। উদ্ধার করেছে শিলিগুড়ি মেট্রোলপিটন পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই কারবারে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার হয় এক মহিলা সহ ৩ মাদক কারবারী।
জানাগেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন লাগোয়া এলাকায় বিশেষ অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩ জনকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ২ কেজি ২৩ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, এই নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার ডিমাপুর থেকে সড়কপথে গৌহাটি হয়ে রাজধানী এক্সপ্রেসে পৌছিয়ে যায়।
শিলিগুড়ি নিয়ে এসেছিল মহিলা সহ দুই পাচারকারী। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সেই ব্রাউন সুগার মুর্শিদাবাদের এক যুবককে হস্তান্তর করার পরিকল্পনা ছিল। তার আগেই স্পেশাল টস্ক ফোর্সের হাতে ধরা পরে যায় মাদক কারবারীরা। তাদের প্রত্যেকের বিরুদ্ধে এন ডি পি এস অ্যাক্ট এ মামলা রুজু করা হয়েছে। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।