|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: বুধবার ওকলাহোমার টুলসায় সেন্ট ফ্রান্সিস হাসপাতালে বন্দুকবাজদের হামলায় মৃত্যু হয়েছে চারজনের। তার মধ্যে রয়েছেন বন্দুকবাজও।
জানা গিয়েছে, আচমকাই চালানো হয় হামলা। কারণ কি তার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকাটি। মৃত এবং আহতদের মধ্যে হাসপাতালের রোগী থেকে শুরু করে কর্মীরাও রয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।