|
---|
জলপাইগুড়ি: জলপাইগুড়ি ৩১নং জাতীয় শড়কে ভয়াবহ দুর্ঘটনা। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আহত দুটি ট্রাকের ৪জন। কাটার দিয়ে ট্রাক কেটে গুরুতর আহত ট্রাক চালকে উদ্ধার করে দোমকল কর্মীরা। আহতদের সবাইকে আশংকাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষন জাতীয় শড়কের যানচলাচল বন্ধ থাকে।
পুলিশ সুত্রে খবর শিলিগুড়ি থেকে আসাম গামী একটি ট্রাক ও ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি গামী একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় জলপাইগুড়ি ৩১নং জাতীয় শড়কের পাহারপুর মোড় এলাকায়। দুর্ঘটনার ফলে দুটি ট্রাকের ৪জন গুরুতর আহত হয়। যানাগেছে শিলিগুড়ি থেকে যে ট্রাকটি প্রথমে একটি পিকাপ ভ্যানকে ধাক্কা মেড়ে পরে ময়নাগুড়ি থেকে আশা ট্রাকটিকে ধাক্কামাড়ে।দুর্ঘটনার পরে তিনজকে উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠালেও এক ট্রাক চালকের পা আটকে যাওয়ার ট্রাক কেটে সেই চালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি দমকল কর্মী ও পুলিশ কর্মীদের সাথে এক সাথে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা।